দেশ

ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় জাওয়াদ স্থলভাগে আছড়ে পড়ার আগেই সতর্ক সরকার ও প্রশাসন ৷ বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব ও তা মোকাবিলার প্রস্তুতি নিয়ে একটি জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷  সূত্রের দাবি, কবে, কোথায় এবং কখন এই ঘূর্ণিঝড় ভারতীয় ভূখণ্ডে আছড়ে পড়বে, তা নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য পেশ করেন আবহাওয়া দফতরের আধিকারিকরা ৷ তাঁরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, আগামী শুক্রবার অর্থাৎ ৩ ডিসেম্বর (আগামিকাল) কেন্দ্রীয় বঙ্গোপসাগরের উপর তৈরি হবে ঘূর্ণিঝড় জাওয়াদ ৷ তারপর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড় ৷ ভারতীয় জলবায়ু বিভাগের টুইটার হ্যান্ডেলেও এদিন এই তথ্য পেশ করা হয়েছে ৷ তবে হিসাব বলছে, ওড়িশা উপকূলের মাটি ছুঁতে ছুঁতে জাওয়াদের ৪ ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে ৷ এই পূর্বাভাসের প্রেক্ষিতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে ওড়িশা সরকার ৷ রাজ্যের পক্ষ থেকে সংশ্লিষ্ট ১৩টি জেলার জেলাশাসককে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ বিপদ বুঝলে আগেভাগেই এই এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ৷