কলকাতা

দেশে নির্বাচন পদ্ধতির সংস্কার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

জ্যোতির্ময়, দত্ত, কলকাতাঃ দেশে নির্বাচন পদ্ধতির সংস্কার দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক লোকসভা নির্বাচনের বিপুল খরচ নিয়ে দিল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টকে হাতিয়ার করে ওই চিঠিতে সরকারি খরচে নির্বাচনের পক্ষে আবারও সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের মতামত নিতে সর্বদল বৈঠক ডাকার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। নির্বাচনী সংস্কারের পক্ষে বহুদিন ধরেই সওয়াল করেছেন মমতা। ভোট প্রচারে বিপুল টাকা খরচ এবং টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগেও সরব হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি সেন্টার ফর মিডিয়া স্টাডিজ নামে ওই সংস্থা তাদের সমীক্ষা রিপোর্টে সাম্প্রতিক লোকসভা ভোটকে দেশের নির্বাচনী ইতিহাসে সব থেকে ‘ ব্যয় বহুল ‘ ভোট হিসাবে চিহ্নিত করেছে। সমীক্ষক দাবি লোকসভা ভোটে কমপক্ষে ষাট হাজার কোটি টাকা খরচ হয়েছে। যা ২০১৪ সালের লোকসভা ভোটের খরচের দ্বিগুণ।মুখ্যমন্ত্রীর দাবি বিগত লোকসভা ভোটের খরচ ২০১৬ সালে মার্কিন কংগ্রেসের নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের সম্মিলিত খরচকেও ছাপিয়ে গিয়েছে । ভারতের মতো একটি উন্নয়নশীল দেশে নির্বাচনের পিছনে এই বিপুল অর্থখরচ এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা।প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ভোট প্রচারে বিপুল টাকা খরচ করেছে। এমনকি ভোটারদের মন জয় করতে নগদ টাকা বিলি করা হয়েছে ।সমীক্ষক সংস্থার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘লাগামছাড়া নির্বাচনী ব্যয়ের মধ্যে সব ধরনের দুর্নীতির লুকিয়ে রয়েছে । এই প্রবণতায় লাগাম টানা না গেলে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় ।’ তার মতে নির্বাচন কমিশন ভোট পড়বে শুধুমাত্র প্রার্থীদের প্রচার এর ওপরে নজরদারি চালায় কিন্তু সার্বিক ভাবে রাজনৈতিক দলগুলোর খরচ খরচার ওপরে নজরদারি চালানো হয় না।এই যুক্তি তুলে ধরে সরকারি খরচে নির্বাচন পরিচালনার পক্ষে ফের জোরালো সওয়াল করেছেন মমতা। তিনি দাবি করেছেন জার্মানি, ফ্রান্স ,জাপান, ইটালি, কানাডাসহ বিভিন্ন দেশে ইতিমধ্যেই সরকারি খরচে ভোট পরিচালনা শুরু হয়েছে। এছাড়া ৭১ টি দেশে রাজনৈতিক দলগুলি বিনামূল্যে তাদের প্রচারের সুযোগ পায়। এ দেশের একমাত্র সরকারি গণমাধ্যম আকাশবাণী ও দূরদর্শন ছাড়া প্রার্থীদের বিনামূল্যে প্রচারের সুযোগ নেই। সে কারণে অবাধ শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত নির্বাচনের স্বার্থে ভোট পদ্ধতি সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছেন মমতা। এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের মতামত নিতে দ্রুত সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। ফাইল চিত্র।