কলকাতা

‘লড়াইয়ের আগেই আপনারা হেরে বসে রয়েছেন’! বঙ্গ বিজেপি নেতাদের ধমক অমিত মালব্যর

প্রত্যাশা জাগিয়েও বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি ৷ কিন্তু প্রচারের কাজে কর্মীদের উৎসাহে কখনও খামতি ধরা পড়েনি সেই সময় ৷ অথচ কলকাতা পৌরনিগমের ভোটে সেই ছবিই একেবারে উল্টে গিয়েছে ৷ যা নিয়ে দলের নেতারা ধমক খেলেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্যর কাছে ৷ আজ কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে সোমবার ICCR-এ রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন অমিত মালব্য। সূত্রের খবর, সেই বৈঠকে কেন্দ্রীয় নেতার কাছে ধমক খেলেন বিজেপির রাজ্য নেতারা। ‘আপনারা তো লড়াইয়ের আগেই হেরে বসে আছেন’, বৈঠকে নাকি এমনটাই মন্তব্য করেছেন বিজেপির আইটি সেলের প্রধান। সেখানেই অমিত মালব্যর কাছে কলকাতায় ওয়ার্ডে ওয়ার্ডে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারা ধমক খান বলে খবর ৷ যদিও এই নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে নারাজ ৷বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, বৈঠকে নেতাদের উদ্দেশ্যে অমিত মালব্য বলেছেন, ‘‘বিজেপির অধিকাংশ জায়গায় কোনও প্রচার হচ্ছে না । বহু জায়গায় প্রার্থীরা প্রচারে করতে কোনও লোক পাচ্ছেন না ।’’বিজেপির ওই সূত্রের দাবি, অধিকাংশ বিজেপি প্রার্থী প্রচারই করতে পারছেন না । তৃণমূলের সন্ত্রাসের ইস্যু দেখিয়ে বাড়িতে বসে আছেন । বেশিরভাগ মণ্ডল কমিটির সদস্যরা কাজ করছেন না । সেই রিপোর্ট নিয়ে বিজেপির পৌরসভার কমিটির সদস্যদের একপ্রকার দাঁড় করিয়ে বকুনি দেন অমিত মালব্য ।সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে ওয়ার্ডগুলিকে এ, বি, সি, ডি – চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ৷ সেই অনুযায়ী প্রার্থীদের প্রচারের টাকা দেওয়া হবে ৷ আগামী দু’তিনদিনের মধ্যেই প্রার্থীদের 1 থেকে 2 লাখ টাকা প্রথম দফায় দেওয়া হবে । পরে আরও টাকা আসবে বলে জানা গিয়েছে ৷