বিনোদন

এবার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে তলব করল ইডি

এবার আর্থিক তছরুপ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবদের জন্য তাঁকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৮ ডিসেম্বর, বুধবার ইডির দিল্লির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ‘ঠগবাজে’র সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিপাকেঅভিনেত্রী।  আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায়। দিল্লির রোহিণী জেলে আপাতত বন্দি সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি টাকার প্রতারণার পাশাপাশি আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় জড়িয়ে তার নাম। জানা গিয়েছে, চেন্নাইয়ে চারবার সাক্ষাৎ হয় জ্যাকলিন ও চন্দ্রশেখরের। অভিযোগ, সুকেশের হাতে যে আইফোন ১২ রয়েছে, তা দিয়েই তিনি ইজরায়েলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করছিলেন। জানা যায়, জ্যাকলিনকে ১০ কোটি টাকার উপহার দিয়েছেন সুকেশ। তার মধ্যে রয়েছে ৫২ লক্ষ টাকার একটি ঘোড়া এবং ৯ লক্ষের একটি পার্সিয়ান বিড়ালও । জেলে থাকা অবস্থাতেই জ্যাকলিনের সঙ্গে ফোনে সুকেশ কথা চালাত বলেও অভিযোগ। এরই মধ্যে রবিবার একটি অনুষ্ঠানের জন্য দুবাই উড়ে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কান বংশোদ্ভূত জ্যাকলিনের । কিন্তু মুম্বই বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। লুকআউট নোটিসও জারি করা হয়। অর্থাৎ দেশ ছেড়ে আপাতত অন্য কোথাও যেতে পারবেন না তিনি।