নয়াদিল্লিঃ আদালতের নিরাপত্তায় আরও কড়াকড়ি করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ শুক্রবার দিল্লির পুলিশ কমিশনারকে এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আদালত ৷ দিল্লি হাইকোর্টের নির্দেশ, বিশেষজ্ঞদের দিয়ে নিরাপত্তা সংক্রান্ত অডিট করানো হোক ৷ আদালতগুলিতে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হোক ৷ পাশাপাশি অত্যানুধিক যন্ত্র বসিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক ৷ এদিনের নির্দেশে দিল্লি হাইকোর্ট পুলিশকে বলেছে, নিয়মিত আদালতগুলিতে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে হবে ৷ নিরাপত্তা সংক্রান্ত অডিট করতে হবে ৷ সিসি ক্যামেরা ঠিকমতো কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে হবে নির্দিষ্ট সময় অন্তর ৷ দিল্লি সরকারকে এই নিয়ে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করতেও বলেছে আদালত ৷ ওই বেঞ্চে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি জ্যোতি সিং ৷ তাঁরা নির্দেশ দিয়েছেন, নিরাপত্তার জন্য আদালত গুলিতে পুলিশের সংখ্যা বৃদ্ধি করতে হবে ৷ প্রয়োজনে আধা-সামরিক বাহিনীর সাহায্য নেওয়া যেতে পারে ৷ আদালতের আরও নির্দেশ, প্রবেশের সময় প্রত্যেককে খুঁটিয়ে দেখতে হবে ৷ বার অ্যাসোসিয়েশনকে আইকার্ড দেওয়া নিয়েও সতর্ক হতে নির্দেশ দিয়েছে ৷