করোনা ভাইরাসের ওমিক্রন প্রজাতিকে ইতিমধ্যেই ‘বিপজ্জনক’ তকমা দিয়েছে জি-৭ গোষ্ঠী। ব্রিটেনে আশঙ্কাজনক হারে ফের বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন খোদ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এই পরিস্থিতিতে নয়া ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কবাণী শোনালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। করোনা টিকা না পাওয়া মানুষদের উপর এই নয়া প্রজাতির ভাইরাসের মারণ প্রভাবের বিষয়ে উদ্বেগপ্রকাশ করলেন তিনি। জানিয়ে দিলেন, সামনে এক ‘ভয়ঙ্কর শীতকাল’ অপেক্ষা করছে। বিশেষ করে করোনার টিকা না পাওয়া মানুষদের জন্য আসন্ন শীতকাল কঠিন অসুখ ও মৃত্যু বয়ে আনবে। তাই অবিলম্বে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিনের দু’টি ডোজ সম্পূর্ণ করে ফেলার আর্জি জানিয়েছেন। যাঁদের ইতিমধ্যেই দু’টি ডোজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাঁদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘টিকাই আপনার একমাত্র রক্ষাকবচ।’ নতুন ভ্যারিয়্যান্ট রুখতে বুস্টার ডোজের উপর জোর দেন প্রেসিডেন্ট ৷ তিনি বলেন, “প্রায় ৬ কোটি মানুষের মধ্যে যদি একজনও সংক্রামিত হয়ে যান ৷ তাই, যান আজই আপনার বুস্টার ডোজ নিয়ে নিন ৷ যদি আপনি ভ্যাকসিনের দুটো ডোজও নিয়ে থাকেন, তাও বুস্টার ডোজ নিয়ে নিন ৷ আর যদি এখনও ভ্যাকসিনের একটা ডোজও না নিয়ে থাকেন, তাহলে এখুনি গিয়ে প্রথম ডোজটা নিয়ে নিন ৷ এটাই যথার্থ সময় ৷ সময় চলে যাচ্ছে ৷” একটি টুইটে বাইডেন লেখেন, “আপনি ভ্যাকসিন নিয়েছেন, তাও নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ৷ তাহলে বুস্টার নিয়ে নিন ৷ আর যদি আপনি ভ্যাকসিন না নিয়ে থাকেন, তাহলে আপনার প্রথম ডোজটা নিয়ে নিন ৷ আমরা একসঙ্গে ওমিক্রন ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে লড়াই করব ৷”
প্রতীকী ছবি।
If you are vaccinated but still worried about the new variant, get your booster.
If you aren't vaccinated, go get that first shot.
We’ll fight the Omicron variant, together.— Joe Biden (@JoeBiden) December 16, 2021