বড়দিন ও বর্ষবরণে শহরবাসীর কথা মাথায় রেখে রাতেও মিলবে বাস সার্ভিস। মূলত পার্কস্ট্রিট এলাকার আশপাশেই থাকবে বাস। সেখান থেকে শহরের উত্তর ও দক্ষিণপ্রান্ত এবং শহরতলি এলাকায় পৌঁছে যাওয়া যাবে। এসি ও নন-এসি দু’ধরনের বাস-ই মিলবে রাস্তায়। শুধু সরকারি নয়, রাত পর্যন্ত থাকবে বেসরকারি বাস-ও, জানিয়েছেন মালিকেরা। পার্কস্ট্রিট চত্বর ছাড়া ইদানিং রাজারহাটের ইকো পার্কেও ভিড় জমে উৎসবে। রাত গড়লে সেখান থেকে ফেরার পথে সমস্যায় পড়েন অনেকে। এবার সেই সমস্যা সমাধানেও এগিয়ে এসেছে পরিবহণ দপ্তর। শুধু বাস নয়, বড়দিন থেকে বাড়ছে মেট্রোর সংখ্যাও।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এখন সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২৭২টি মেট্রো চলে। ২৫ ডিসেম্বর থেকে এই সংখ্যাটা বেড়ে হবে ২৭৬। অর্থাৎ দু’জোড়া মেট্রো বাড়বে। সপ্তাহে পাঁচদিন (সোম-শুক্রবার)পাঁচ মিনিট অন্তর চলবে মেট্রো। শনিবারও বাড়ছে মেট্রোর সংখ্যা। বর্তমানে এই দিন ২৩০ টি মেট্রো চলে। সেই সংখ্যাটা বেড়ে হবে ২৪০। ফলে শনিবার ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই জানিয়েছিল, আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হচ্ছে রাজ্যের কোভিডবিধি। থাকবে না রাত্রিকালীন কারফিউ-ও। এমনকী, রাতভর খোলা রাখা যাবে হোটেল, রেস্তরাঁ, বার-ও।