দেশ

৫ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরলেন ঐশ্বর্য, সংসদে ক্ষুব্ধ জয়া বচ্চন দিলেন ‘অভিশাপ’!

আজ থেকে সরকারের খারাপ দিন শুরু, আমি অভিশাপ দিচ্ছি

সকালে রাজধানীতে পৌঁছেছিলেন বচ্চন পরিবারের পূত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন। পানামা পেপার্স কাণ্ডে প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্যই ইডি-র তরফে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল বলে খবর। ২০১৬ সালে জানা গিয়েছিল, ভারতের ৫০০ প্রভাবশালীর বিদেশে বেনামি সম্পত্তি রয়েছে। এদিন পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই ইডি দফতর থেকে বেরিয়ে আসেন তিনি। আর তাই নিয়েই আজ রাজ্যসভায় একেবারে হুলুস্থুলু কাণ্ড বাধিয়ে দিলেন সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চন। পানামা পেপার্স কাণ্ডে বৌমাকে তলবে যে তিনি বেজায় চটে রয়েছেন, তা আজ রাজ্যসভায় তাঁর বক্তব্য থেকেই

স্পষ্ট। ক্রুদ্ধ জয়া বচ্চন বলেন, “আজ থেকে সরকারের খারাপ দিন শুরু। আমি অভিশাপ দিচ্ছি।” জানা গিয়েছে, এদিন বিকেল পাঁচটা নাগাদ সেশন মুলতুবি করে দেওয়া হয়। তার আগে জয়া পার্লামেন্টের স্পিকারকে বলেন, আপনার কোনও একটি দলের হয়ে কাজ করা উচিত নয়। বরং নিরপেক্ষ থাকা উচিত।’ তাঁর সংযোজন, ‘আমরা আপনার থেকে কী প্রত্যাশা রাখতে পারি? সেটা বলে দিন। কী হচ্ছে এসব?’ জয়া বচ্চন বলেন, সংসদের অধিবেশন কক্ষে ব্যক্তিগত স্তরে নেমে মন্তব্য করা হয়েছে। জয়া বচ্চন দাবি করেন, “আমি কারও বিষয়ে কোনও ব্যক্তিগত মন্তব্য করতে চাই না। যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক এবং তাদের এই কথা বলা উচিত হয়নি।”