জেলা

নানুরে শহিদ স্মরণসভার মঞ্চে থেকে বিজেপিকে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের

বীরভূমঃ “ব্ল্যাকমানি ফেরত দাও তারপর বিজেপি বাড়ি যাও।” আজ নানুরে শহিদ স্মরণসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । অভিযোগ, ২০০০ সালের ২৭ জুলাই নানুরের সূঁচপুরে ১১ জন কৃষককে কুপিয়ে খুন করে CPI(M) নেতা কর্মীরা । এই ঘটনার পর থেকে নানুরের বাসাপাড়ায় শহিদ স্মরণ দিবস পালন করে আসছে তৃণমূল । আজ শহিদ স্মরণসভায় ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন মলয় ঘটক, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, নানুরের যুব নেতা কাজল শেখ সহ অন্য বিধায়ক ও নেতৃত্বরা । শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রাখতে উঠে বিজেপি-কে আক্রমণ করে ফিরহাদ বলেন, “বাংলা নিতে হলে ব্ল্যাকমানি দিতে হবে । বিজেপি বলেছিল 15 লাখ টাকা ব্যাঙ্কে দেব । শুনেছি আপনাদের মধ্যে বিলি করার জন্য ওই ব্ল্যাকমানি চলে এসেছে । আর ওই টাকা বিজেপি নেতারা খেয়ে নিয়েছে । এখন আমাদের আন্দোলন হচ্ছে ব্ল্যাকমানি ফেরত দাও ৷ যেখানেই বিজেপি দাঁড়াবে আগে বলবেন ব্ল্যাকমানি ফেরত দাও । তারপর দল করো ।”