দেশ

রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ যুদ্ধ বিমান, মৃত উইং কমান্ডার

রাজস্থানের জয়সালমেরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ যুদ্ধ বিমান ৷ ঘটনার পর থেকে সন্ধান মেলেনি যুদ্ধ বিমানের পাইলটেরও ৷ জয়সালমেরের ডিএনপি এলাকার গঙ্গা নামের একটি গ্রামের কাছে বিমানটি এদিন বিকেলের পর ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে ৷ যে যায়গায় বায়ুসেনার এই যুদ্ধ বিমানটি এদিন ভেঙে পড়ে সেটি ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের কাছে বলে খবর ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় পুলিশ-প্রশাসনের

আধিকারিকরা ৷ এই দুর্ঘটনার পর যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে তল্লাশি শুরু হয়েছিল। এরপরই জানা যায়, উইং কমান্ডার হর্ষিত সিনহা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। ভারতীয় বায়ুসেনা তরফে রাত ১০টা নাগাদ দুর্ঘটনার কথা জানানো হয়। এরপর রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ উইং কমান্ডার হর্ষিত সিনহার মৃত্যুর খবর সরকারিভাবে ঘোষণা করা হয়।