আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৭তম জন্মবার্ষিকী। আর তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতিবেঙ্কাইয়া নাইডু সহ আরও অনেকে। বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট করে লেখেন, ‘শ্রদ্ধেয় অটলজিকে তাঁর
জন্মজয়ন্তীতে কোটি কোটি প্রণাম। দেশের প্রতি ওঁর মহৎ অবদানে আমরা অনুপ্রাণিত। দেশকে শক্তিশালী ও উন্নত করে তুলতে উনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর এই উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের কোটি কোটি মানুষকে প্রভাবিত করেছে।’ শনিবার সকালে রাজধানী দিল্লিতে বাজপেয়ীর সমাধিস্থল ‘সদৈব অটলে’ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি। সেখানে গিয়ে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থলে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, ওম বিড়লা, জে পি নাড্ডাসহ আরও অনেকেই এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থলে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান।