টানা এক বছর আন্দোলন করে কেন্দ্রীয় সরকারকে মাথানত করতে বাধ্য করেছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ দিল্লির সীমানায় কৃষক আন্দোলনের জেরে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নিতে হয়েছে মোদি সরকারকে ৷ আর এবার সেই কৃষকরাই নামছেন ভোটের ময়দানে ৷ আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়বেন অন্নদাতারা ৷ সূত্রের খবর, যে ৩২টি কৃষক সংগঠন নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা গঠিত হয়েছে, তার মধ্যে অন্তত ২২টি সংগঠন একজোট হয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে ৷ যার নাম দেওয়া হয়েছে সংযুক্ত সমাজ মোর্চা ৷ আজ সংযুক্ত সমাজ মোর্চার তরফে চণ্ডীগড়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ৷ সেখানে দলের নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, ‘‘প্রশাসনে পরিবর্তন আসাটা জরুরি ৷ সেই কারণেই আমরা নতুন দল তৈরি করে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ মানুষের কাছে আমাদের আবেদন, আমাদের সমর্থন করুন ৷’’ খুব সম্ভবত, ১১৭ আসনের পঞ্জাব বিধানসভার সবক’টি আসনেই প্রার্থী দেবে সংযুক্ত সমাজ মোর্চা।