কলকাতা

বড়দিনে পার্কস্ট্রিটে রেকর্ড ভিড়

করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই বড়দিন পালন করতে রাস্তায় নেমেছে বঙ্গবাসী। সকলেরই গন্তব্য, পার্ক স্ট্রিট। আট থেকে আশি পার্ক স্ট্রিটের দিকেই ঝুঁকেছে আমজনতা। সন্ধ্যা নেমে আসতেই পার্ক স্ট্রিটে কার্যত রেকড় ভিড়। আর সেই কারণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। বড়দিনের ভিড় সামলাতে পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ করে দিল কলকাতা পুলিশ। বিকেল পাঁচটার পর থেকে বড়দিনের জন্যই পার্ক স্ট্রিটকে ‘ওয়ান ওয়ে ওয়াকিং স্ট্রিট’ করে দিয়েছে পুলিশ। মূলত রাস্তায় প্রচুর মানুষের ভিড়। থিক থিক করছে কালো মাথা। তাই কোনও দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। যদিও রাজ্যে ওমিক্রন নিয়ে আতঙ্ক রয়েছে। তাই বিধিনিষেধ ও মাস্ক পরার ক্ষেত্রে জোর দিচ্ছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, এক্সাইড মোড় থেকে ভিড় শুরু হয়েছে। যা সেন্ট পল ক্যাথিড্রাল, ময়দান চত্বর হয়ে পার্ক স্ট্রিট ও অ্যালান পার্কে প্রবেশ করছে। বো ব্যারাকে আলোর রসনাইতে গা ভাসাচ্ছে দর্শনার্থীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যত রাত বাড়বে ততই ভিড় বাড়বে পার্ক স্ট্রিটে। তাই বাড়তি নিরাপত্তা গ্রহণ করেছে কলকাতা পুলিশ। বড়দিনে পার্ক স্ট্রিট এলাকাতেই মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশ। ১১টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি। পুলিশের সহায়তা বুথ থাকছে ১৫টি। মোটর বাইকে টহলদারি চালাবে ২০টি টিম। ১১টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে। শুধু পার্ক স্ট্রিটে থাকছে ২টি ক্যুইক রেসপন্স টিম। ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে ভিড়ের ওপর। মহিলাদের সুরক্ষার জন্য ২৫ জন মহিলা পুলিশকর্মী সাদা পোশাকে নজরদারি চালাবেন।