করোনার এই নয়া প্রজাতি ওমিক্রনকে হাল্কা ভাবে নিতে চাইছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গঙ্গাসাগর সংক্রান্ত বৈঠক চলাকালীন স্বাস্থ্য সচিব নারায়াণ স্বরূপ নিগমকে সতর্ক করেছেন মমতা। বিশেষ করে বিদেশ থেকে যারা আসছেন তাদের থেকেই করোনার নয়া প্রজাতি ওমিক্রন ছড়াতে পারে। সঙ্গে নানা মেলা ও উৎসবের মধ্যে দিয়েই যাচ্ছে রাজ্য। সেই কারণেই গত দু’দিনে রাজ্যে বেড়েছে করোনার পজিটিভিটি রেট। আবার সেই ভয়ঙ্কর পরিস্থিতি যাতে ফিরে না আসে তাই আগেভাগেই শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ওমিক্রন খুব দ্রুত ছড়ায়। তাই সেই ঝড় ঠেকাতে আগামী দিনে হয়ত কঠোর বিধিনিষেধ লাগু করতে হতে পারে। তবে এখনই কিছু করা হবে না। বাইরে থেকে এ রাজ্যে ওমিক্রন নিয়ে ঢুকছে তাই করোনা বিধি আলগা করা যাবে না। প্রয়োজন হলে আগের মত ফের কড়া বিধিনিষেধ লাগু হতে পারে।’ রাজ্যে আপাতত চারজন ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। জারি রয়েছে নৈশ্য কার্ফু। এদিনই কেন্দ্রের তরফে রাজ্যে একাধিক নির্দেশ এসেছে ওমিক্রন নিয়েই। এছাড়াও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দফায় দফায় জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। একগুচ্ছ নির্দেশ দিয়ে মুখ্যসচিব বলেছেন, প্রতি জেলায় কোভিডের টেস্ট ও কনট্র্যাক ট্রেসিং বাড়াতে হবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। করোনার দ্বিতীয় ঢেউ-এর সময় যা যা নিয়ম মানা হয়েছিল সেগুলি বলবৎ করতে হবে। এছাড়াও প্রতি হাসপাতালে করোনার চিকিৎসার জন্য শয্যা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যেভাবে করোনার সংক্রমণের গ্রাফ বাড়ছে তাতে আগামী ২৫-৩০ দিনের মধ্যে সেই গ্রাফ আরও বাড়তে পারে। তাই কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।