১০ জন মন্ত্রী এবং ২০ জন বিধায়ক কোভিড আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে, জানালেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ৷ শুক্রবার মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৮ হাজার ৬৭ জন, যা বৃহস্পতিবারের থেকে ৫০% বেশি ৷ আজ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ভিমা কোরেগাও যুদ্ধের ২০৪তম বর্ষপূর্তি উদযাপনে পের্নি গ্রামে গিয়েছিলেন ৷ সেখানে থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “সম্প্রতি আমরা বিধানসভার অধিবেশনের সময় কমিয়ে দিয়েছি ৷ এখনও পর্যন্ত ১০ জন মন্ত্রী এবং ২০ জনেরও বেশি বিধায়ক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ প্রত্যেকে নতুন বছর, জন্মদিন এবং অন্য সব অনুষ্ঠানে অংশ নিতে চান ৷ কিন্তু মনে রাখবেন, নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ আর তাই সতর্ক থাকতে হবে ৷”