জেলা

তৃতীয়বার করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, টুইটে খোঁচা অমিত শাহ-মাণ্ডব্যকে

সপিরবার করোনায় আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় ৷ মঙ্গলবার টুইটে একথা জানালেন তিনি ৷ পাশাপাশি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ককটেল ইঞ্জেকশন পাওয়া নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে ৷ তিনটি টুইট করেছেন বাবুল ৷ একটিতে তিনি তাঁর তৃতীয় বার সংক্রামিত হওয়ার কথা জানিয়ে লিখেছেন, “এই নিয়ে আমি তৃতীয় বার করোনা সংক্রামিত হলাম ৷ প্রথম, ২০২০-র নভেম্বর মাসে ৷ তখন আমি মাকে হারিয়েছি ৷ কোনওরকমে বাবাকে বাঁচিয়ে আনতে পেরেছি ৷ এরপর ফের ২১ এপ্রিল, আর এখন ৷” তবে এই করোনা পজিটিভ হওয়া নিয়ে তাঁর কোনও দুশ্চিন্তা নেই ৷ বরং তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের নিয়ে উদ্বিগ্ন তৃণমূল নেতা ৷ এ প্রসঙ্গে তিনি লিখেছেন, “যে যে ব্যক্তিরা আমার কাছে এসেছেন এবং সংক্রামিত হয়েছেন, সেই সংখ্যা নিয়ে চিন্তায় রয়েছি ৷ আর কে যে কাকে সংক্রামিত করেছেন, তা খুঁজে পাওয়ার কোনও উপায় নেই ৷ খুব কম লোকই মাস্ক পরছেন ৷”