দেশ

চিনের ষড়যন্ত্রে জল ঢালল ভারতীয় সেনাবাহিনী! গালওয়ানে উঠল তেরঙ্গা পতাকা

চিনের ষড়যন্ত্রে জল ঢালল ভারতীয় সেনা। গত ১ লা জানুয়ারি চিনের সরকারি প্রচারমাধ্যম গ্লোবাল টাইমস টুইট করে জানায়, ‘ভারত-সীমান্ত সংলগ্ন গালওয়ান উপত্যকা, যা এক ইঞ্চি জমি না ছেড়ে দেওয়ার নীতির ভিত্তির ওপর দাঁড়িয়ে, পিপল লিবারেশন আর্মি সমগ্র চিনাবাসীকে এইভাবে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে।’ তারপরেই চিনের সরকারি প্রচার মাধ্যমের শেন শিওয়েই টুইট করে জানান, ‘২০২২ সালের প্রথম দিন গালওয়ান উপত্যকায় তোলা হল চিনের জাতীয় পতাকা। এই পতাকা তিয়ানানমেন স্কোয়্যারেও তোলা হয়েছিল। এবার তোলা হল ভারত সীমান্ত সংলগ্ন গালওয়ান উপত্যকায়।’ যা পুরোটাই ভুয়ো ও চিনের ষড়যন্ত্র তা আগেই বলেছিল ভারতীয় সেনা। এবার প্রমাণ সহ চিনের অপপ্রচারের পর্দাফাঁস করল ভারতীয় সেনারা। নিরাপত্তা প্রতিষ্ঠানের সূত্রের তরফে ওই ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দুটি পতাকা দেখা যাচ্ছে। একটি পতাকা ভারতীয় পোস্টের উপর উত্তোলন করা হয়। অন্যটি জওয়ানদের হাতে ছিল। কয়েকজন জওয়ানকে হাঁটু মুড়ে বসে থাকতেও দেখা গিয়েছে। জওয়ানরা ডোগরা রেজিমেন্টের বলে খবর। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু তিনটি ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘নতুন বছরে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার বীর জওয়ানরা।’