বিদেশ থেকে ভারতে এলেই সাত দিনের নিভৃতবাস বাধ্যতামূলক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে শুক্রবার নয়া নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনের পাশাপাশি বিদেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরেই করোনা পরীক্ষার কথা বলা হয়েছে। নয়া নির্দেশিকা অনুসারে, বিমানবন্দরেই করোনা পরীক্ষা করতে হবে। রিপোর্ট না আসা পর্যন্ত সংশ্লিষ্ট যাত্রী বিমানবন্দর ছেড়ে যেতে পারবেন না। রিপোর্ট একমাত্র নেগেটিভ এলেই তাঁকে বিমানবন্দরের বাইরে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে।তবে আগত যাত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও সাতদিনের নিভৃতবাসের নিয়মের ক্ষেত্রে কোনও হেরফের হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে সব রাজ্য় এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে নয়া নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে বলেও নয়া নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে।