নির্বাচন কমিশন আজ বিকেলেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরের বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করবে বলে ঘোষণা করেছে। বিজ্ঞা ভবন থেকে বিকেল সাড়ে ৩টে নাগাদ হবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। দেশের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ। ফলে এই রাজ্যে বিধানসভা নির্বাচনের গুরুত্ব জাতীয় রাজনীতির প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে রয়েছে পাঞ্জাব। এই রাজ্যে কয়েক মাস আগেই কংগ্রেস ছেড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং। মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে চরণজিৎ সিং চান্নিকে। কিন্তু হাত শিবিরের অন্দরের দলাদলি প্রকট। এরই মধ্যে কংগ্রেস ছাড়ছেন রাজ্যের একাধিক বিধায়ক ও নেতা। ক্যাপটেনও একদা প্রতিপক্ষ বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন। এই অবস্থায় বিরোধী শিবিরের হাতে থাকা পাঞ্জাব কী ধরে রাখতে পারবে কংগ্রেস? নজর এখন সেদিকেই। অন্যদিকে গোয়ায় ক্ষমতা ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির। এবার আবার এই সৈকত রাজ্যকে পাখির চোখ করেছে তৃণমূলও। বেশ কয়েকটি স্থানীয় দলের সঙ্গে জোটেরও ইঙ্গিত দিয়েছে জোড়া-ফুল শিবির। দু’বারের গোয়া সফরে কংগ্রেসকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্রমণ বৃদ্ধির কথা বিবেচনা করে, বড় রাজ্য উত্তরপ্রদেশ, পাঞ্জাবে থেকে ছোট রাজ্য গোয়া, মণিপুরে কত দফার ভোট হয় এবং কি করোনাবিধির জারি করে কমিশন সেদিকে নজর থাকছে অভিজ্ঞ মহলের।