কলকাতা

৪ পুরসভার ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিল রাজ্য নির্বাচন কমিশন

রাজ্যের করোনা পরিস্থিতিতে চার পৌরসভায় আসন্ন ভোটপর্ব স্থগিত রাখার দাবিতে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ এই মামলার শুনানিতে গত কমিশন আদালতে জানিয়েছিল, যতক্ষণ না জনজীবন সম্পূর্ণ স্তব্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়, ততক্ষণ ভোট স্থগিত রাখার কোনও পরিকল্পনা কমিশনের নেই ৷ এব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের বিস্তারিত বক্তব্য লিখিত আকারে জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট । সূত্রের খবর, সোমবার সেই হলফনামা জমা পড়েছে আদালতে। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের তরফে জমা দেওয়া হলফনামায় বলা হয়েছে, করোনাবিধি মেনেই নির্দিষ্ট সময়ে ভোট হবে। প্রচার থেকে শুরু করে একাধিক বিষয়ে নতুন করে নির্দেশিকা দেওয়া হয়েছে ৷ ভার্চুয়াল প্রচারের উপর জোর দিতে বলা হয়েছে। প্রচারে জমায়েত কমানোর কথা বলা হয়েছে বলেও আদালতে দেওয়া হলফনামায় জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি । হলফনামায় ঠিক কী কী জানিয়েছে কমিশন, তা তখনই স্পষ্ট হবে ৷