রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় দিল কলকাতা হাইকোর্ট । করোনা পরিস্থিতিতে চার পৌরনিগমের নির্বাচন আপাতত ৪-৬ সপ্তাহের জন্য স্থগিত রাখা যায় কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকেই ৷ শুক্রবার তার জন্য এই সময়সীমা বেঁধে দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷ এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কি আদৌ সম্ভব, এই প্রশ্নও তুলেছে ডিভিশন বেঞ্চ। এর সঙ্গে মামলাকারী সমাজকর্মী বিমল ভট্টাচার্যকে অবিলম্বে করোনা পরিস্থিতির অবনতি সংক্রান্ত সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত ৷ এতে কমিশনের পক্ষে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হতে পারে, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের । উল্লেখ্য আগামী ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোল পৌরনিগমে ভোট হওয়ার কথা। মামলাকারীর বক্তব্য, রাজ্যে যখন করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, তখন এক থেকে দেড় মাসের জন্য চারটি পৌরনিগম নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত । পরিস্থিতির উন্নতি হলে ফের ভোট করা যাবে । আর রাজ্য নির্বাচন কমিশনকেই স্বতন্ত্র এবং স্বাধীনভাবে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ।