অবশেষে ৩৬ ঘণ্টা পর খোঁজ মিলল ‘ক্যাফে কফি ডে’র প্রতিষ্ঠাতা ভিজি সিদ্ধার্থ-এর। আজ ভোর সাড়ে ৬টা নাগাদ ম্যাঙ্গালুরুর উল্লাল বাজারের কাছে নেত্রাবতী নদী থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ। দু’জন মৎস্যজীবী তাঁর দেহটি নদীতে ভেসে উঠতে দেখেন। তারপর তাঁরা খবর দেন পুলিশে। এরপরই উদ্ধার হয় কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা এস এম কৃষ্ণর জামাইয়ের মৃতদেহ। ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার সন্দীপ পাটিল বলেছেন, ‘আজ খুব ভোরের দিকে নদীর তটে সিদ্ধার্থর দেহটি ভেসে উঠতে দেখা যায়। পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে। তারপরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভিজি সিদ্ধার্থ-এর পরিবার সহ ভারতের সবচেয়ে বড় ক্যাফে চেনের কর্মীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।
Rithesh, the fisherman who spotted the body of #VGSiddhartha today in Mangaluru and informed the police: I saw a body floating while I was fishing, informed the police. I participated in the rescue operations with the district administration yesterday as well. #Karnataka pic.twitter.com/NtVZr0LXqD
— ANI (@ANI) July 31, 2019