দেশ

গোয়ায় প্রথম দফার প্রার্থী তালিকা তৃণমূলের, ঘোষিত রাজ্য কমিটিও

গোয়া বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল ৷  মঙ্গলবার ভোটের স্ট্র‌্যাটেজি নিয়ে তাঁরা দীর্ঘ বৈঠক করেন। এর পরই রাজ্য কমিটি, যুব, মহিলা, ব্লক সমস্ত স্তরের কমিটি ঘোষণা করে দেয় তৃণমূল। সবশেষে সন্ধ্যায় ঘোষণা করা হয় প্রার্থী তালিকা। একেবারে স্থানীয় স্তরে গুরুত্ব দিয়ে এই তালিকা তৈরি হয়েছে। যা ঘোষণা করা হয় সে রাজ্যে দলের ইনচার্জ সাংসদ মহুয়া মৈত্র-সহ দুই রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও লুইজিনহোর উপস্থিতিতে। এ দিন গোয়ার চল্লিশটি আসনের মধ্যে এগারোটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল৷ প্রথম দফার তালিকাতেই রয়েছে লুইজিনহো ফেলেইরো এবং চার্চিল আলেমাও-এর মতো গোয়া রাজনীতির অভিজ্ঞ এবং পরিচিত নেতাদের নাম৷ এর পাশাপাশি গোয়া তৃণমূলের সভাপতি কান্দোলকর কিরণকেও প্রার্থী করা হয়েছে৷ আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন৷ গোয়া দখলের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে তৃণমূল৷ ইতিমধ্যেই গোয়ায় এমজিপি-র সঙ্গে জোটও করেছে তৃণমূল৷ তৃণমূল সূত্রে খবর, গোয়ায় চল্লিশটির মধ্যে তিরিশটিরও বেশি আসনে প্রার্থী দেবে তারা৷ এ দিন তৃণমূলের তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নিঃসন্দেহে সবথেকে বড় নাম লুইজিনহো ফেলেইরো৷ রাজ্যের দু’ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ তার পরে তাঁকে রাজ্যসভার সাংসদও করেছে তৃণমূল৷ এবার গোয়া নির্বাচনে ভাল ফল করার জন্য প্রবীণ এই রাজীনিতকের উপরেই অনেকটা ভরসা করছে তৃণমূল নেতৃত্ব৷ ফতোরদা থেকে প্রার্থী করা হয়েছে লুইজিনহো ফেলেইরোকে৷ গোয়ায় তৃণমূলের আর এক ভরসার নাম চার্চিল আলেমাও৷ সূত্রে খবর, প্রথম দফায় যে প্রার্থীদের নাম ঘোষণা করা হল, তাঁদের নিয়ে আগামিকাল থেকেই প্রচার শুরু হয়ে যাবে৷