দেশ

ওড়িশা উপকূলে ব্রহ্মসের সুপারসনিক ক্রুজ মিশাইলের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ

ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের নিচেও আক্রমণে সক্ষম

আজ ওড়িশার বালেশ্বরের চাঁদিপুর উপকূলে ব্রহ্মসের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক সফল নিক্ষেপ করল ভারত । প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি আধুনিক প্রযুক্তির । তবে আজই প্রথম নয়, এর আগে ১১ জানুয়ারি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিশাখাপত্তনম যুদ্ধজাহাজ থেকে । এদিন ওড়িশা উপকূলে যেটি পরীক্ষা করা হল তা আগেরটির থেকে উন্নততর । এদিনও আইএনএস বিশাখাপতনম থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় । চাঁদিপুরে সকাল পৌনে এগারোটায় লঞ্চপ্যাড-৩ থেকে পরীক্ষা করা হয় সেটি । প্রতিরক্ষার তরফে জানানো হয়েছে, ব্রহ্মসের নতুন এই মিশাইলের বিশেষত্ব হল, সেটি সমুদ্রের নিচে শত্রুপক্ষকে আক্রমণে সক্ষম । প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, এই ক্ষেপণাস্ত্রে নতুন, উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সেটা কতটা কার্যকরী হয়েছে, তা দেখার জন্য আজকের পরীক্ষা গুরুত্বপূর্ণ ছিল। এই পরীক্ষা সফল হয়েছে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলবে বলেই মত বিশেষজ্ঞদের। ডিআরডিও-র পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রের বিষয়ে নিয়মিত গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।