কলকাতা

এবার প্রাথমিক টেটের ও এমআর শিট দেখানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

এবার টেটের ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা অবিলম্বে মামলাকারী চাকরি প্রার্থীদের টেট পরীক্ষার ওএমআর শিট দেখানোর নির্দেশ দিলেন আজ । ২০১৪ সালের প্রাথমিকের টেট দিয়ে কোয়ালিফাই করেননি শান্তনু শিট-সহ আরও অনেকেই । কিন্তু পরে ২০১৪ সালের প্রাথমিকের টেটের প্রশ্নপত্রে ছ’টি ভুল ছিল বলে প্রমাণিত হয় । হাইকোর্টে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে যাঁরাই পরীক্ষায় বসেছিলেন এবং ওই ছ’টি প্রশ্নে উত্তর দিয়েছিলেন, তাঁদের নম্বর দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সমাপ্তি চট্রোপাধ্যায় । তারপরও একাধিক মামলা দায়ের হয়েছিল আদালতে । মাসখানেক আগে একটি মামলার নির্দেশে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে পোর্টাল খুলে চাকরি প্রার্থীদের সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছিলেন । শান্তনু শিট-সহ অন্যান্যদের দাবি, ডিসেম্বর মাসে তাঁদের নথিপত্র খতিয়ে দেখে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু বোর্ড জানায়, তাঁরা লিখিত পরীক্ষাতেই পাস করেননি । তারপরই টেটের ওএমআর শিট বা উত্তরপত্র দেখানোর দাবি জানিয়েছিলেন তাঁরা । কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে তাঁদের দাবি খারিজ করার পরই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । নিয়ম অনুযায়ী, এই ওএমআর শিট দেখানো হয় না । হাইকোর্টে মামলা করেন শান্তনু শিট-সহ আরও 27 জন । তাঁদের আর্জি ওএমআর শিটে প্রমাণ হবে, তাঁরা পরীক্ষায় কী নম্বর পেয়েছেন । বিচারপতি অমৃতা সিনহা আজ প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন মামলাকারীদের ওএমআর শিট দিতে হবে । এই প্রথম বোর্ডকে ওএমআর শিট দেখানোর নির্দেশ দেওয়া হল ।