কলকাতা

‘বাড়ছে না স্নাতকোত্তরের আসন সংখ্যা’, সাফ জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বাড়ছে না কলকাতা বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার সাফ জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আপাতত আসন বাড়ানো হচ্ছে না । আগে যেমন ছিল তেমনই থাকছে । আজ সমস্ত বিভাগের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক ডাকা হয় এই নিয়ে । সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। উল্লেখ্য, গতকালই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে আসন বাড়ানোর দাবি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। পড়ুয়াদের দাবি, স্নাতকোত্তর স্তরে বাড়াতে হবে আসনের সংখ্যা, যাতে অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারেন । এই নিয়ে বিক্ষোভ চরম আকার নেয় । এমনকি ঘেরাও করা হয় উপাচার্যের গাড়িও।