রুটিন মহড়ার সময় সেখানে ভেঙে পড়ল একটি অত্যাধুনিক মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান। ওই ঘটনায় সাতজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এক বিবৃতিতে মার্কিন নৌসেনা জানিয়েছে, দক্ষিণ চিন সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী ‘USS Carl Vinson’-এর ডেকে নামার সময় দুর্ঘটনার মুখে পড়ে একটি এফ-৩৫সি যুদ্ধবিমান। ওই ঘটনায় আহত হন সাত সেনা। বিমানের পাইলটকে আমেরিকান সেনা হেলিকপ্টার উদ্ধার করে। দুর্ঘটনাগ্রস্ত যুদ্ধবিমানের বাকি আহতদের শারীরিক অবস্থাও আপাতত স্থিতিশীল। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্তসাপেক্ষ বলে বিবৃতিতে জানিয়েছে আমেরিকার নৌবাহিনী। উঠে আসছে নাশকতার তত্ত্বও। আহতদের মধ্যে তিনজনকে ফিলিপিন্সের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জাপানে মার্কিন নৌসেনার সপ্তম নৌবহরের কমান্ডার লেফটেন্যান্ট মার্ক ল্যাংফোর্ড মঙ্গলবার জানান, দুর্ঘটনার ফলে যুদ্ধবিমানবাহী রণতরীটির বিশেষ ক্ষতি হয়নি।