ভাইরাল

‘করোনাবিধি মেনে খোলা হোক রাজ্যে সব স্কুলও’, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন শিক্ষক

রাজ্যে স্কুল খোলার দাবিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন আলিপুরদুয়ারের এক শিক্ষক। অসীম দাস নামে ওই শিক্ষকের এহেন কাণ্ড রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। সেই প্ল্যাকার্ডে লেখা, ‘করোনার স্বাস্থ্যবিধি মেনে আমরা বিয়ে করতে পারলে স্কুলগুলিও খোলা হোক।’আলিপুরদুয়ারের বাসিন্দা পেশায় শিক্ষক অসীম দাস ওই জেলারই কুমারপাড়া মথুরাবাগান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সোমবারই সাত পাকে বাঁধা পড়েন তিনি। কোভিডবিধি মেনেই বিয়ের পিঁড়িতে বসেন। তাঁর দাবি, ‘সবকিছুই যেখানে নিয়ম মেনে চলছে তাহলে স্কুলগুলিই বা কেন বন্ধ থাকবে?’ তিনি আরও জানান, ‘যে স্কুলে শিক্ষকতা করি সেখানকার ছাত্রছাত্রীদের স্কুল ছাড়া পড়াশোনার আর কোনও উপায় নেই। এতদিন ধরে স্কুল বন্ধ। তাঁদের পঠন-পাঠন ঠিকমতো হচ্ছে না। আমরা বেতন পাচ্ছি প্রতিমাসে। কিন্তু শিক্ষা? সেটাই বন্ধ হয়ে আছে। তাই অনুরোধ, স্বাস্থ্যবিধি মেনে খুব দ্রুত স্কুল খোলা হোক।’