সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাস থেকে কলকাতা মেট্রোতে চালু হচ্ছে টোকেন ব্যবস্থা। করোনা রুখতে রাজ্য সরকারের বিধি-নিষেধের মেয়াদ শেষ হচ্ছে ৩১ জানুয়ারি। যার মধ্যে অন্যতম রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু। সেই সূত্রেই লোকাল ট্রেন থেকে মেট্রোর পরিষেবা রাত ১০টা তেই শেষ হচ্ছে। রাজ্য সরকারের এই বিধি-নিষেধের জেরে গত ৩ জানুয়ারি থেকে কলকাতা মেট্রোতে বন্ধ হয়েছে টোকেন প্রক্রিয়া। এদিকে মঙ্গলবারই রাজ্য সরকারের তরফে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে পাড়ায় সমাধান কর্মসূচি চালু করার কথা ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞ মহলের বক্তব্য, এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার পহেলা ফেব্রুয়ারি থেকে রাজ্যে জারি যাবতীয় বিধিনিষেধ তুলে নেয়া হবে। মেট্রো সূত্রে খবর, আগামী ৩১ জানুয়ারি সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন জেনারেল ম্যানেজার মনোজ যোশী। সেখানেই টোকেন ইস্যু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা মেট্রো। শুধু তাই নয়, গত ৩ জানুয়ারি থেকে শেষ মেট্রো পরিষেবা আধঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে। আগেই রাত সাড়ে দশটা পর্যন্ত মেট্রো চললেও, রাজ্য সরকারের বিধির জেরে তা ১০টা করতে বাধ্য হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী দিনে শেষ মেট্রো পরিষেবা ফের রাত সাড়ে ১০টায় করার পক্ষে মেট্রো কর্তারা। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মেট্রো সূত্রে খবর।