কলকাতা

ইস্টবেঙ্গলের শতবর্ষ অনুষ্ঠানে নাম না করে মেঘালয়ের রাজ্যপালকে কটাক্ষ মমতার

কলকাতাঃ আজ মহা সমারোহে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পালিত হল ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ-এর অনুষ্ঠান। এদিনের ইস্টবেঙ্গলের শতবর্ষ অনুষ্ঠানে নাম না করে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আমন্ত্রণ পেলেও অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না বলে জানিয়ে ছিলেন তিনি। কিন্তু, কর্মসূচিতে হাজির হন তিনি। তিনি এদিন বলেন, “আজ গুরুত্বপূর্ণ দিন । ইস্টবেঙ্গলকে সকলে ভালোবাসে । একটা জগৎ আছে । সারা পৃথিবীতে ইস্টবেঙ্গলের দর্শক আছে । আমি একটা মিছিলে ছিলাম । তারপর মনটা কেমন করল তাই চলে এলাম। এরপর

অনুষ্ঠান থেকে সরকারের তরফে যাতে ইস্টবেঙ্গল ক্লাবকে সম্মানিত করা হয় তার জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বলেন, “আগামীকাল ডুরান্ড শুরু হচ্ছে। বাংলায় প্রথম হচ্ছে এই কাপ । আপনারা সবাই নিজে যাবেন । আপনাদের ক্লাবের অনুষ্ঠান একবছর ধরে হবে । আমার সরকার আপনাদেরই সরকার । কিছু করতে হলে আমাকে বলবেন । ইস্টবেঙ্গল ক্লাবকে সরকারের তরফে সম্মান জানানো হবে । জয় হিন্দ, জয় বাংলা, জয় ইস্টবেঙ্গল ।” এদিন মঞ্চে আলো করে রয়েছেন কপিলদেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ আরও অনেকে।