কলকাতা

কাটাতার পেরিয়ে আসছে মশা, সাবধান!

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ ডেঙ্গি নিয়ে পুলিশ প্রশাসন এবং পুরসভা পঞ্চায়েত গুলিকে সচেতন থাকতে মধ্যমগ্রামের প্রশাষনিক বৈঠকে নির্দেশ দিয়েছি লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নজরুল মঞ্চে গাছ বাঁচাও এর দাবিতে পদযাত্রা শেষে বক্তব্য রাখাতে গিয়ে আবারও সে কথা মনে করিয়ে দিলেন। তিনি বলেন, ফিরহাদ হাকিম তাকে জানিয়েছেন, বাংলাদেশের ভয়ঙ্কর রকম ভাবে ডেঙ্গির প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। সীমান্ত পেরিয়ে যাতে সেই ডেঙ্গির প্রকোপ এই রাজ্যে না আসতে পারে তার জন্য সচেতন থাকতে হবে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, অনেক ক্ষেত্রেই বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ডেঙ্গি মশা এই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে সেই সমস্যা যাতে দেখা না যায় সে কারণে প্রশাসনকেও সতর্ক থাকতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনীয় ব্যবস্থা আগাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যদিও এই রাজ্য ডেঙ্গু ম্যালেরিয়া মোকাবিলায় ইতিমধ্যে একাধিকবার বৈঠক করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পুরসভা গুলিকে নির্দেশ দিয়েছেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার জন্য।