কলকাতা

কলকাতা পৌরনিগমের হাল ফেরাতে শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান

কলকাতা কর্পোরেশনের কোষাগারের দৈন্যদশা ঘোচাতে এবার শিল্পপতিদের কাছে সাহায্যের আবেদন ডেপুটি মেয়র অতীন ঘোষের। শুক্রবার টাউন হলে নবাগত কাউন্সিলরদের ক্লাস হয়। এই ক্লাস নেন কর্পোরেশনের চেয়ারপার্সন মালা রায়, মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ একাধিক মেয়র পারিষদ ও আধিকারিকরা। এই টাউন হলেই অধিবেশনে মেয়রের

উপস্থিতিতে অতীন ঘোষ জানান, অন্যান্য রাজ্যে শিল্পপতিরা সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির টাকা পুরসভাকে দেয়। কিন্তু কলকাতার বড় শিল্পপতিদের থেকে সিএসআরের টাকা পায় না পুরসভা। এবার তাদের এগিয়ে আসার সময় হয়েছে। কলকাতা কর্পোরেশেনের কোষাগারে অর্থ সংকট দেখা দিয়েছে৷ এই সময়ে যদি শিল্পপতিরা এগিয়ে এসে সিএসআর দেন,

তবে অর্থ সংকট অনেকটাই মিটবে। এদিন টাউন হলে মাসিক অধিবেশন শেষে মেয়র ফিরহাদ হাকিম জানান, কলকাতা কর্পোরেশনের ১ হাজার কোটি টাকা ধার। কাউন্সিলরদের এলাকায় সম্পত্তিকর আদায় আধিকারিক কর্মীদের সাহায্যের কথা বলেন তিনি।