কলকাতা

বালিগঞ্জ স্টেশনে রেল লাইনের উপর দিয়ে ছুটল চার চাকার গাড়ি, গ্রেফতার ৩ যুবক

ট্রেন নয়, তার বদলে বালিগঞ্জ স্টেশনে রেললাইনের উপরে চলে এল একটি চার চাকার এসইউভি গাড়ি। গতকাল রাতের ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ নামী বিদেশি সংস্থার ওই গাড়িটি বিজন সেতুর দিক থেকে এসে বালিগঞ্জের ৪ নম্বর প্ল্যাটফর্মের পাশের সাইড লাইনে উঠে পড়ে ৷ রেললাইনের উপর দিয়ে গাড়িটি প্রায় ১০০ মিটার পথ ওইভাবে চলেছে বলে বালিগঞ্জ জিআরপির তরফে জানানো হয়েছে ৷ জানা গিয়েছে, অভিযুক্তদের সঙ্গে ৩ যুবতী ছিলেন ৷ রাতের ঘটনা বলে তাঁদের পরিচয় ঠিকানা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, বিজন সেতুর দিক থেকে কালো রঙের ওই এসইউভি গাড়িটি বালিগঞ্জ স্টেশনের

দিকে দ্রুত গতিতে আসছিল ৷ হঠাৎই সেটি ৪নং লাইনের পাশের ট্র্যাকে উঠে পড়ে ৷ স্লিপারের উপর দিয়ে বিকট শব্দের সঙ্গে সেটি বেশ কিছুটা এগিয়ে চলেও আসে ৷ এর পর লাইনের মাঝে চাকা আটকে গাড়িটি থেমে যায় ৷ বিকট শব্দ শুনে আশেপাশের লোকজনও সেখানে ছুটে যায় ৷ পাশেই বালিগঞ্জ জিআরপি’র অফিস ৷ সেখান থেকে পুলিশ আধিকারিক এবং কর্মীরা বেরিয়ে আসে ৷ তাঁরাই গাড়িটি থেকে ৩ যুবক এবং ৩ যুবতীকে উদ্ধার করেন ৷ সূত্রে খবর, গাড়িতে সওয়ার ৬ জনই মদ্যপ অবস্থায় ছিলেন৷ ৩ যুবককে প্রথমে আটক করা হয় ৷ পরে বালিগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়েছে ৷ রাতে ঘটনাটি ঘটায় ৩ যুবতীকে ছেড়ে দিয়েছে পুলিশ ৷ তবে প্রয়োজনে তাঁদের জিজ্ঞাসাবাজদের জন্য ডাকা হতে পারে ৷ অনেক রাতে গাড়িটিকে লাইনের উপর থেকে সরানো হয়েছে ৷ গাড়িটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷