আজকের বাজেটের মূল লক্ষ্য বিপুল কর্মসংস্থান৷ আগামী ২৫ বছর যাতে দেশ আত্মনির্ভরতার পথে আরও দ্রুত এগিয়ে যায় তার নীল নকশা আঁকলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তাঁর কথায়, আজকের বাজেট আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট৷ দেশে বিপুল কর্মসংস্থান তৈরি হচ্ছে৷ রেলপথে সম্প্রসারণ, সড়ক পরিবহণে উন্নয়ন, পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি বিনিয়োগের কথা বললেন অর্থমন্ত্রী। গঙ্গা উপত্যকায় রাসায়নিক মুক্ত চাষ, কৃষিক্ষেত্রে অভিনব প্রযুক্তির আমদানির কথাও বলেন অর্থমন্ত্রী৷ কেন্দ্রীয় বাজেটে শুরু থেকেই তিনি বেশকিছু বিষয়ের উপর জোর দেন। তার মধ্যে অন্যতম হল দেশের যুব সমাজ। আগামী ৫ বছরের মধ্যে গোটা দেশে ৬০ লক্ষ কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছেন তিনি। এই বাজেটে সব স্তরের মানুষদের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।