বারবার মুক্তির তারিখ পিছনোর পর শেষমেশ ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ৷ আর এবার সামনে এল বহু প্রতিক্ষিত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র ট্রেলার ৷ গাঙ্গুবাঈ ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান মুখ হয়ে উঠেছিল, আবার একইসঙ্গে অর্জন করেছিল সকলের শ্রদ্ধাও ৷ সেই চরিত্রটিই পর্দায় ফুটিয়ে তুলবেন আলিয়া ভাট ৷ দীপিকা-রণবীর জুটির সঙ্গে পরপর বেশ কয়েকটি কাজ করার পর এবার আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন সঞ্জয় ৷ তাই নতুন জুটির প্রথম কাজের কিছু ঝলক সামনে আসার অপেক্ষা করছিলেন সকলেই ৷ আলিয়ার পাশপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগণও ৷ তিনিও বেশ কয়েক বছর পর ফের এই বর্ষীয়ান পরিচালকের সঙ্গে কাজ করবেন, তাই ছবিতে তাঁর ভূমিকার দিকেও নজর থাকবে সকলেরই ৷ ট্রেলারেই বোঝা যায়, কতখানি ওজস্বী হতে চলেছে গাঙ্গুবাঈয়ের চরিত্রটি৷ ৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ঝলকেই আলিয়ার চরিত্রের মূল ভাবনাটি দর্শকের কাছে পৌঁছে দিতে যথেষ্ট সক্ষম হয়েছেন পরিচালক ৷ রাজিয়া বাঈয়ের সঙ্গে গাঙ্গুবাঈয়ের ক্ষমতার দ্বন্দ্ব এবং ধীরে ধীরে তার ক্ষমতার কেন্দ্রে উঠে আসারই ঝলক রয়েছে ট্রেলারটিতে ৷ অন্যদিকে লালার চরিত্রে দেখা গেছে অজয়কেও ৷