বিদেশ

মিস ইংল্যান্ড হলেন বাঙালি মেয়ে ভাষা মুখার্জি

মিস ইংল্যান্ড হলেন বাঙালি তনয়া। পেশায় ডাক্তার ভাষা মুখার্জি সবাইকে পিছনে ফেলে জিতে নিয়েছেন মিস ইংল্যান্ড-এর মুকুট। ভারতীয় বংশোদ্ভূত ভাষা ইংল্যান্ডের ডার্বির বাসিন্দা। সুন্দরী তরুণীরা যে একই সঙ্গে বুদ্ধিতেও উজ্জ্বল হতে পারেন, তারই প্রমাণ ভাষা মুখার্জি। মেডিক্যাল স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন ভাষা।

ভারতে জন্মালেও নয় বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে আসেন তিনি। মিস ইংল্যান্ড খেতাব জয়ের পর এবার বিশ্বসুন্দরীর প্রতিযোগিতাতেও অংশ নেবেন তিনি।  ২৩ বছরের ভাষা ডার্বির বাসিন্দা। তাঁর দুটি মেডিক্যাল ডিগ্রি রয়েছে। পাঁচটি ভাষায় সড়গড় এই তরুণীর আইকিউ লেভেল ১৪৬, যা তাঁকে অফিসিয়ালি ‘জিনিয়াস’-এর তকমা দিয়েছে।