শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে জয়ী তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জয়লাভ করায় জয়ী কাউন্সিলরদের শুভেচ্ছা জানালেন তিনি৷ সেই সঙ্গে কাউন্সিলরদের সঙ্গে দেখা করে শিলিগুড়ি শহরের উন্নয়নের একটি প্রাথমিক রূপরেখা তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার উত্তরবঙ্গে রাজ্যের শাখা সচিবালয় উত্তরকন্যায় শিলিগুড়ি পুরৌনিগমের ভোটে জয়ী ৩৭ জন কাউন্সিলরের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রী জয়ী কাউন্সিলরদের পরামর্শ হিসেবে জানিয়েছেন, ‘‘আরও নম্র
হয়ে মানুষের জন্য কাজ করতে হবে ৷ সব ধরনের মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে ৷ সাধারণ মানুষ যাতে অভাব অভিযোগ জানাতে পারে ৷ সেই জন্য একটি মনিটরিং সেল তৈরি করতে হবে ৷ কোনও অভিযোগ আসলে আমাকে সরাসরি জানাবে ৷’’ পশ্চিমবঙ্গে আদিবাসীদের জন্য উন্নয়নের প্রায় সব কাজ শেষ করে ফেলেছে সরকার ৷ মঙ্গলবার শিলিগুড়িতে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এখানেই না থেমে আদিবাসীদের আরও উন্নয়ন হোক, এমনটাও তিনি চান বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠক থেকে বেরিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “আমরা আদিবাসীদের উন্নয়নে প্রায় সব কাজই করেছি । আমরা চাই আদিবাসীদের উন্নয়ন হোক । তারা এগিয়ে যাক ।’’একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমরা ইতিমধ্যে আদিবাসীদের জমি হস্তান্তর বন্ধ করে দিয়েছি । আদিবাসীদের ঘর আমরা করে দেব । কমিটির সদস্যরা খুশি । বাকি যা প্রস্তাব এসেছে সেগুলোও দেখা হবে ।”এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার এ আর বর্ধন, রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক, উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা