শনিবার ভোর ৫টা নাগাদ গড়িয়াহাটের একটি দোকানে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ১৯ নম্বর ডোভার টেরেসে প্রথম আগুন লাগে। এখানে আগুন এতটাই ভয়াবহ ছিল যে দমকল কর্মীরা এই দোকানের শাটার এবং দরজা ভেঙে ফেলার কাজ করছেন। একটি সিলিন্ডার বাস্ট হয়ে দোকানে আগুন লেগেছে বলে জানা গেছে। আগুন লাগার পরেই স্থানিয় বাসিন্দারা ছুটে যান এবং প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রাথমিকভাবে দমকলের অনুমান, কোনও একটি পুরনো সুইচ যা চালু অবস্থায় ছিল, সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগে দোকানে। কুলিং ডাউন সম্পন্ন হওয়ার পরে ফরেন্সিক তদন্তে বোঝা যাবে কেন লাগে এই আগুন।