প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে ৷ বয়স হয়েছিল ৭১ বছর ৷ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ এদিন তাঁর মৃত্যুর খবর জানিয়ে টুইটে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন ৷ ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছিল তাঁর ৷ প্রথমে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ পরে মুম্বই নিয়ে যাওয়া হয় ৷ এর আগে চিকিৎসা করতে তিনি বিদেশেও গিয়েছিলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই প্রবীণ সদস্য জন্মলগ্ন থেকেই তৃণমূলের সঙ্গে ছিলেন । ছিলেন তৃ্ণমূল সুপ্রিমোর খুবই আস্থাভাজন । মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইটে লিখেছেন, “আমাদের প্রবীণ সহকর্মী, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পান্ডে আজ সকালে মুম্বইয়ে মারা গিয়েছেন । দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে দুর্দান্ত একটি সম্পর্ক ছিল । আমি গভীরভারে ব্যথিত। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাই ।”