মালদা

ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বিল পাস হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল অবস্থান মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের

হক জাফর ইমাম, মালদাঃ গত কয়েকদিন আগে রাজ্যসভায় পাস হয় ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বিল। আর এই বিল নিয়ে সারা ভারত জুড়ে আন্দোলন শুরু হয়। শনিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ মিছিল করে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে জুনিয়ার চিকিৎসকরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে জুনিয়র চিকিৎসকরা এর প্রতিবাদ জানায়।
তারা বলেন, গত কয়েকদিন আগে রাজ্য সভায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে তোলা হয়। এন এম সি বিল। এই বিল পাস হওয়ায় চিকিৎসা ব্যবস্থায় প্রচুর ক্ষতি হবে। বিনা চিকিৎসায় মারা যাবে রোগীরা। এমনই অভিযোগ তোলেন জুনিয়ার চিকিৎসকরা। তারা বলেন, চিকিৎসকদের সাড়ে চার বছর কোর্স করার পরও অনেক বিষয় তাদের কাছে অজানা থেকে যায়। তার পরও এক বছর হাত পাকাতে হয় তাদের। কিন্তু এন এম সি বিলে বলা হচ্ছে যে ৬ মাসের মধ্যে চিকিৎসক তৈরি হবে। একদিকে সাড়ে পাঁচ বছর আর একদিকে ৬ মাস, স্বভাবতই পাকাপাকি চিকিৎসক হতে পারবেনা ছয় মাসের কোর্স করা যুবক-যুবতীরা। সেই কারণে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়ার চিকিৎসকরা হাসপাতাল চত্বরে প্রথমে বিক্ষোভ মিছিল এবং পরে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন তারা। এদিন তারা এই বিলের প্রতিবাদ জানান।