চার পুরনিগমের ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। কিন্তু সে ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার ১০৮ পুরসভার ভোটেও রইল একই নির্দেশ। কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না, প্রয়োজন থাকলে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকেই। তবে এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, কোথাও কোনও গণ্ডগোল হলে, তার দায় নিতে হবে কমিশনকেই। বুধবারই এই নির্দেশ দিয়েছে আদালত। আসন্ন পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি ? এনিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ডিজি, আইজি এবং অন্যান্য আধিকারিকদের বৈঠক করে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আলোচনায় কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নথি আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ পাশাপাশি দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান নিয়েও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷