রাশিয়ার যুদ্ধ ঘোষণার পরই ইউক্রেনের সরকারের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলি সাইবার হামলার শিকার হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনের মন্ত্রিপরিষদের অফিসিয়াল ওয়েবসাইট এবং শিক্ষা মন্ত্রণালয়, পরিকাঠামো ও বৈদেশিক মন্ত্রক-সহ অন্যান্য মন্ত্রকের ওয়েবসাইটগুলি বন্ধ হয়ে গিয়েছে। সিএনএন-এর একটি প্রতিবেদন অনুসারে “ইউক্রেনের কয়েকশ কম্পিউটারে ডেটা-ওয়াইপিং টুল পাওয়া গিয়েছে”। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সাইবার নিরাপত্তা গবেষকরা রাশিয়া থেকে একটি সাইবার আক্রমণের ইঙ্গিত দিয়েছেন যেখানে দেশটি শক্তিশালী ম্যালওয়্যার ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। সেএনএন তার প্রতিবেদনে সাইবার সিকিউরিটি ফার্ম ম্যান্ডিয়ানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চিফ টেকনোলজি অফিসার চার্লস কারমাকালকে উদ্ধৃত করে বলেছে, “আমরা ইউক্রেনের একাধিক বাণিজ্যিক ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে জানি যা আজ ধ্বংসাত্মক ম্যালওয়্যার দ্বারা প্রভাবিত হয়েছে।”