কলকাতা

আগামীকাল ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থায় ভোট গণনা

বুধবার পুরভোটের গণনা পর্ব নির্বিঘ্নে সেরে ফেলতে তৎপর কমিশন। প্রত্যেকটি পুরসভার জন্য একটি করে গণনা কেন্দ্র থাকবে। অর্থাৎ সারা রাজ্যে গণনা কেন্দ্র হচ্ছে ১০৭টি। সব জায়গায় থাকবে ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা। রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষক ছাড়া কেউই গণনা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। গণনাকর্মী ছাড়া পোলিং এজেন্ট, প্রার্থী ও তাঁর সঙ্গে একজন এজেন্ট প্রবেশ করতে পারবে সেখানে। তবে সমস্ত বিধিনিষেধ মেনেই প্রবেশ করতে হবে তাঁদের। সকলকে সকাল সাড়ে ৭টার মধ্যে ঢুকতে হবে গণনা কেন্দ্রে। ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থায় প্রথম ধাপে থাকবে রাজ্য পুলিসের সশস্ত্র বাহিনী ও র‌্যাফ। দ্বিতীয় ও তৃতীয় ধাপেও রাখা হবে পর্যাপ্ত পুলিস। তৃতীয় ধাপে সশস্ত্র পুলিসের সঙ্গে ইএফআর জাওয়ানদেরকেও রাখা হবে। প্রথমে গণনা হবে নির্বাচন কর্মীদের ভোটের।