খারকিভে রাশিয়ার হানায় মৃত্যু হল এক ভারতীয় ডাক্তারি পড়ুয়ার । বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আজ সকালে রুশ মিসাইল হানায় কর্নাটকের বাসিন্দা নবীন গাঙ্গোদা নামে ওই ছাত্রের মৃত্যু হয়েছে । বিদেশ মন্ত্রক থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । বিদেশ মন্ত্রকের তরফ থেকে তাঁর মৃত্যুর খবরের পাশাপাশি জানানো হয়েছে, ইউক্রেনে ভারতীয় নাগরিকরা এখনও নিরাপদ । রাশিয়া ও ইউক্রেনে ভারতীয় রাষ্ট্রদূতরা তাঁদের সুরক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন ।কর্নাটকের হাভেরি জেলার চেলাগেরি গ্রামের বাসিন্দা নবীন ইউক্রেনের একটি মেডিক্যাল কলেজে চতুর্থ বর্ষের ছাত্র । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর । তিনি টুইটারে লিখেছেন, “ভয়াবহ ট্র্যাজেডি । আমার প্রার্থনা তাঁর পরিবার এবং ইউক্রেনে আটকে থাকা প্রত্যেক ছাত্রের পরিবারের সঙ্গে রয়েছে ।” নিহত ভারতীয় পড়ুয়ার বাবা শেখর গৌড়া জানিয়েছেন, যুদ্ধ ষষ্ঠদিনে পড়লেও খারকিভে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার করতে কোনও তৎপরতা দেখায়নি ভারতীয় দূতাবাস ৷ একইসঙ্গে তিনি জানান, বম্ব শেল্টারে আটকে থাকা নবীন এদিন ওষুধের খোঁজে বেরোলে শেলিংয়ে মৃত্যু হয় তাঁর ৷ ইতিমধ্যেই নিহত ভারতীয় পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ নবীনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মাই ৷