দেশ

কাশ্মীর পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিড ডোভালের সঙ্গে জরুরি বৈঠকে অমিত শাহ

জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিড ডোভালের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেনা জঙ্গি সংঘর্ষ ও হামলায় উত্তপ্ত উপত্যকা । এরই মধ্যে গতকাল সামনে এসেছে পাকিস্তানি সেনাবাহিনীর মদতে  এলওসি পেরোনোর চেষ্টা রুখে দেওয়ার খবর । থমথমে পরিস্থিতিতে অমরনাথ যাত্রীদের দ্রুত ফিরতে বলেছে সরকার । এই অবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মুখোমুখি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । স্বরাষ্ট্র সচিব ও অন্য গুরুত্বপূর্ণ আধিকারিকরাও এই বৈঠকে ছিলেন । তাঁদের অন্যতম গোয়েন্দা প্রধান অরবিন্দ কুমার, RAW-এর সামন্ত গোয়েল।  এছাড়াও রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা সহ একাধিক উচ্চ পদস্থ সরকারি আধিকারি। কাশ্মীরের নিরাপত্তা নিয়েই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের অনুমান, কাশ্মীরে চলতে থাকা এই অস্থির পরিস্থিতি পর্যালোচনা করতেই মূলত আজকের এই বৈঠক।