দেশ

কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

আজ বেলা ১১.০৫ মিনিট নাগাদ চাঁদিপুর থেকে সফলভাবে উৎক্ষেপিত হল এয়ার ডিফেন্স সিস্টেম কিউআরএসএএম। যার পুরো নাম কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল। ঝড় বৃষ্টি হোক বা খরা, সমতল ভূমি হোক বা উঁচু পার্বত্য অঞ্চল, যে কোনও পরিস্থিতিতে আঘাত হানতে সক্ষম কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র। ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ভারতীয় সেনাবাহিনীর জন্য এই বিশেষ ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এই ক্ষেপণাস্ত্র হাতে পেলে ভারতীয় সেনার শক্তি আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।