বনগাঁঃ গতকাল কাউন্সিলরদের নিয়ে বোর্ড মিটিং করে পুর এলাকার বারোয়ারি মন্দিরের পুরোহিতদের মাসিক ভাতা চালু করার সিদ্ধান্ত নিল বনগাঁ পুরসভা। তৃণমূলের সকল কাউন্সিলর ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। পুরসভার নিজস্ব ফান্ড থেকে পুরোহিতদের ভাতা দেওয়া হবে বলে জানিয়ে পুরপ্রধান শংকর আঢ্য বলেন, ‘বনগাঁ পৌরসভা এলাকায় প্রায় আড়াইশো পুরোহিত আছেন। প্রতিমাসে তাদেরকে ৫০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ওয়ার্ডের মানুষদের বাড়ির প্ল্যান অনুমোদন করে দেওয়ার কথা জানান কাউন্সিলররা। হাই কোর্টে মামলা চলছে, এখন বোর্ড মিটিং অসাংবিধানিক জানিয়ে রবিবার সকালে একটি সাংবাদিক সম্মেলন করেন বিজেপি বারাসাত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল।