জেলা

আনিস কাণ্ডে ৯ দিন জেলে, অবশেষে ব্যক্তিগত বন্ডে জামিন মীনাক্ষীদের

জামিন পেলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি সহ ১৭ জন‌ বামকর্মী। সোমবার হাওড়া আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে। ছাত্রনেতা আনিস খান কাণ্ডে হাওড়া (গ্রামীণ) পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন সকলেই। জেল হেফাজতে ছিলেন। এই মামলায় মীনাক্ষী-সহ অন্য বাম কর্মীদের আইনজীবী ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সোমবার সকলকেই দেড় হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে হাওড়া আদালত। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মার্চ তাঁদের ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ আমতার ছাত্রনেতা আনিস কাণ্ডে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া (গ্রামীণ) পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান করে বাম ছাত্র-যুব সংগঠন। অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পাঁচলার পুলিশ সুপারের অফিসের সামনে রাস্তা। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশকে আক্রমণ এবং সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। বিক্ষোভ হঠাতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করতে হয় পুলিশকে। গ্রেপ্তার হন মীনাক্ষী ও ১৬ জন বামকর্মী। রাখা হয় জেল হেপাজতে। এর আগে তাঁদের জামিনের আবেদন নাকচ হলেও সোমবার আদালত তাঁদের জামিন মঞ্জুর করে।