আগামী মাসেই রাজ্যসভার ১৩টি আসনে সদস্যপদের মেয়াদ শেষ হতে চলেছে। সোমবার কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ ছয় রাজ্যের ওই ১৩টি আসনে ভোটগ্রহণ হবে। রাজ্যসভা সূত্রে খবর অসম, হিমাচল প্রদেশ, কেরল, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় সাংসদদের মেয়াদ ২ এপ্রিলই শেষ হতে চলেছে। অন্যদিকে, ৯ এপ্রিল পাঞ্জাবের পাঁচ রাজ্যসভার সদস্যের মেয়াদ শেষ হচ্ছে। ওই ১৩টি আসনেই ভোট হবে ৩১ মার্চ। যদিও পাঞ্জাবের পাঁচটি আসনের জন্য দুই পর্বে ভোট হবে। প্রথম পর্বে তিনটি সদস্যপদের জন্য এবং দ্বিতীয় পর্বে বাকি দু’টি আসনের জন্য ভোট হবে। কমিশন এদিন বিবৃতি দিয়ে জানিয়েছে, আগামী ১৪ মার্চ ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ৩১ মার্চই ভোটদানের পর বিকেল পাঁচটার পর থেকে ফলাফল ঘোষণা হবে। ১৩ আসনে উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন কেরল থেকে কংগ্রেসের এ কে অ্যান্টনি, হিমাচল থেকে কংগ্রেসের আনন্দ শর্মা, পাঞ্জাব থেকে কংগ্রেসের প্রতাপ সিং বাজওয়া এবং শিরোমণি অকালি দলের নরেশ গুজরাল। পাঞ্জাবের পাঁচ আসন ছাড়া কেরলের তিনটি, অসমের দু’টি এবং হিমাচল, নাগাল্যান্ড ও ত্রিপুরা থেকে একটি করে আসনের সদস্যপদ এপ্রিলে শেষ হতে চলেছে।