দেশ

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র, তুমুল হট্টগোল রাজ্যসভায়

নয়দিল্লিঃ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিতে আর্জি জানাল কেন্দ্র সরকার। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই এদিন সংসদে ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন অমিত শাহ। আর এর মাধ্যমেই কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকারি। এর বিরোধিতায় রাজ্যসভায় চলছে তুমুল হাই হট্টগোল। ইস্যুতে তুমুল হট্টগোল রাজ্যসভায়। রাজ্যসভায় বিল পেশ করছেন অমিত শাহ। সংশোধীত জম্মু-কাশ্মীর বিল পেশ করছেন তিনি। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিতে চায় কেন্দ্র। ৩৭০ ধারা তুলে দিতে রাষ্ট্রপতিকে সুপারিশ কেন্দ্রের। প্রস্তাবের চরম বিরোধিতা বিরোধীদের। তাঁদের দাবি, ৩৭০ ধারা তুলে দিলে বিশেষ সুবিধা হারাবে কাশ্মীর। এর পাশাপাশি কাশ্মীরে ৩৫এ ধারাও তুলে দিতে চায় কেন্দ্র। ইতিমধ্যেই ৩৭০ ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে সই করেছেন রাষ্ট্রপতি। গত কয়েকদিন ধরে যা চলছে কাশ্মীরে তা সারা দেশের

সংবাদ শিরোনামে চলে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার চূড়ান্ত সতর্ক হয়ে রয়েছেন। ইতিমধ্যে কাশ্মীরে কয়েক হাজার সেনা পাঠানো হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে জঙ্গি হামলা, সবকিছুর আশঙ্কা রয়েছে। এই অবস্থায় কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নিতে সংসদে আবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোটা রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জারি করা হয়েছে ১৪৪ ধারা।গত কয়েকদিনে কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গি হামলার আশঙ্কায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা, পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি ও পিপলস কনফারেন্স নেতা সজাদ গনিকে গৃহবন্দি করা হয়েছে।